সাবের হোসেন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
মকবুল নামের এক বিএনপিকর্মী নিহতের মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরির্দশ (এসআই) নাজমুল হাচান এই রিমান্ড আবেদন করে আসামিকে আদালতে হাজির করেন। এর আগে গত ৬ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আরও পড়ুন:
চীনা অ্যাপের ফাঁদে পড়ে নিঃস্ব মানুষ
রিমান্ড আবেদনে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির একদফা দাবি আন্দোলন কর্মসূচি ঘিরে সারাদেশের নেতাকর্মীরা যখন জড়ো হতে থাকেন তখন আসামিরা বিএনপির সমাবেশ বানচালের সিদ্ধান্ত নেন। ২০২২ সালের ৭ ডিসেম্বর অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জন আসামি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাসের রাজত্ব কায়েম করেন। আসামিরা বিএনপি অফিসে প্রবেশ করে ভাঙচুর করেন।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
আসামিরা অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে গুরুত্বপূর্ণ কাগজপত্র ধ্বংস করেন,নগদ অর্থ, কম্পিউটার, মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৪৭ লাখ টাকা এবং বোমা, ককটেলসহ অবৈধ লাঠিসোঠা উদ্ধারের নামে এক নাটক মঞ্চস্থ করে জনমনে ভীতির সঞ্চার করে বিএনপির ডাকা বিভাগীয় সমাবেশ বানচাল করতে সব রকমের আয়োজন সম্পন্ন করে। এ সময় আসামিরা বিএনপির কার্যালয়ের আশেপাশে থাকা হাজার হাজার নেতাকর্মীদের ওপর নির্বিচারে লাঠিপেটা, ককটেল হামলা, টিয়ারসেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। এতে বাদীসহ কয়েকশ নেতাকর্মী আহত হয় ও গুরুতর জখম হয়। এ সময় মকবুল নামের এক বিএনপিকর্মী গুলিবিদ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।