মাদারীপুরে সাবেক পৌর কাউন্সিলর গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৪, ১৬:২১
শেয়ার :
মাদারীপুরে সাবেক পৌর কাউন্সিলর গ্রেপ্তার

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাওহীদ সন্ন্যামাত (২১) হত্যা মামলায় মাদারীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এইচএম মনিরুজ্জামান আক্তার হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। গতকাল রবিবার রাতে শহরের শকুনী লেকেরপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮ সিপিসি-৩ এর কোম্পানি কম্যান্ডার লে. মো. শাহরিয়ার রিফাত অভি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এইচএম মনিরুজ্জামান আক্তার হাওলাদার তিনি সাবেক মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী।

র‍্যাব-৮ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মাদারীপুর সদর উপজেলার খাদগী এলাকায় কোটা সংস্কার আন্দোলনের মিছিলে অংশ নেন তাওহীদ সন্ন্যামাত। এ সময় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। নিহত তাওহীদ সন্ন্যামাত মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাউদ্দিন সন্ন্যামাতের ছেলে। এ ঘটনায় ২৫ আগস্ট মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুল হাসান বাদী হয়ে ৯২ জন আসামির নামে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, বিগত সরকারের সময় মনিরুজ্জামান আক্তার হাওলাদার বেশ কয়েকটি গুপ্ত হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণসহ নানা অপরাধ সংগঠিত করে বলে শোনা যায়। তিনি ‘আক্তার বাহিনী’ নামে দুর্ধর্ষ গুণ্ডাবাহিনী পরিচালনা করতেন। গ্রেপ্তার আসামিকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’