চট্টগ্রামের কৃষকদের ঋণ বিতরণ করল এবি ব্যাংক

অনলাইন ডেস্ক
০২ অক্টোবর ২০২৪, ২২:৩০
শেয়ার :
চট্টগ্রামের কৃষকদের ঋণ বিতরণ করল এবি ব্যাংক

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে দুই শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে ডেবিট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে এবি ব্যাংক। আজ বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

চট্টগ্রামে এবি ব্যাংকের হাটহাজারী শাখায় আয়োজিত অনুষ্ঠানটিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান ।

এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।