গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি
০২ অক্টোবর ২০২৪, ২১:৩৪
শেয়ার :
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ছুটে চলা গ্রামীণ ব্যাংক ৪১তম বছর পেরিয়ে ৪২ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আজ বুধবার বিকেলে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে অংশ নেন গ্রামীণ ব্যাংকের পরিচালক নাজনীন সুলতানা, ক্ষুদ্রঋণ বিশেষজ্ঞ আব্দুল হাই খান, ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ ও প্রধান কার্যালয়ের সকল কমকর্তা-কর্মচারীরা। দোয়া মাহফিলে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এ ছাড়া ব্যাংকের উত্তরোত্তর সাফল্য ও দেশবাসীর সার্বিক মঙ্গলের জন্য মোনাজাত অনুষ্ঠিত হয়।

১৯৭৬ সালে তৎকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রায়োগিক গবেষণা প্রকল্প হিসেবে গ্রামীণ ব্যাংক প্রকল্পের যাত্রা শুরু হয়। সাফল্যমন্ডিত ও অপার সম্ভাবনাময় হওয়ায় সরকারি একটি অধ্যাদেশের মাধ্যমে ১৯৮৩ সালের ২ অক্টোবর প্রকল্প অবয়ব থেকে পৃথক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে গ্রামীণ ব্যাংক।

২০০৬ সালে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে। বর্তমানে প্রতিষ্ঠানটি ২ হাজার ৫৬৮টি শাখার মাধ্যমে দেশজুড়ে ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ১ কোটির অধিক সদস্যের আর্থসামাজিক উন্নয়নে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।