‘ওদের ধারণা আমরা সবাই ঘাস খাই’

বিনোদন প্রতিবেদক
০২ অক্টোবর ২০২৪, ১৬:৫৮
শেয়ার :
‘ওদের ধারণা আমরা সবাই ঘাস খাই’

গায়ক তাসরিফ খান। কুঁড়েঘর ব্যান্ডের এই গায়ক জনহিতকর কাজের জন্য সর্বমহলে প্রশংসিত। দেশের যেকোনো দুর্যোগে প্রথম সারির যোদ্ধা হিসেবে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে তাকে। পাশাপাশি সরব আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। যেখানে কাজের বাইরেও তাসরিফ খান কথা বলেন বিভিন্ন ইস্যুতে।

তারই ধারাবাহিকতায় এবার গায়ক কথা বললেন বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের গুজব ছড়ানোর বিষয়ে। আহ্বান জানালেন, সবাইকে এক থাকার।

এক ফেসবুক পোস্টে তাসরিফ খান বলেন, ‘আফসোস লীগ এবং গুজব লীগের মধ্যে এখন আমি, মুখে মুখে যে দেশপ্রেম দেখতে পাই তা ইহকালে অন্য কারও মধ্যে দেখেছি কি না আমার জানা নাই! ওরা এখন পান থেকে চুন খসে গেলেই দেশপ্রেম নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের মধ্যে বিভেদ ও বিরোধ সৃষ্টির চেষ্টা করে। “ক”কে কলা এবং “তিল”কে তাল বানিয়ে এর মধ্যে এক চিমটি লবণ আর এক বালতি গুজব যুক্ত করে তা সুন্দর করে রান্না করে সোশ্যাল মিডিয়াতে এসে কিছুটা দেশপ্রেম ঢেলে সেটা পরিবেশন করাই এখন তাদের একমাত্র বাড়ির কাজ। ওদের ধারণা আমরা সবাই ঘাস খাই এবং এসব বুঝতে ব্যর্থ!’

তিনি আরও বলেন, ‘কোনো ভাবেই ফ্যাসিস্টদের এসব ফাঁদে পা দেওয়া যাবে না। আমরা কখনোই কোনো ভুল কিংবা অপরাধের পক্ষে নই। তাই বলে হাতে পায়ে ঘা হলে, হাত পা কেটে ফেলার চিন্তা না করে মলম দিয়ে সারানোর চিন্তা করাটা উত্তম। মনে রাখবেন, একতা আমাদের বিজয় এনে দিয়েছিল এবং একমাত্র বিভেদ আমাদের ধ্বংস ডেকে আনতে পারে!’