রাবিতে ছাত্রলীগের ‘অস্ত্রধারী সন্ত্রাসীদের’ বিচারের দাবি

রাবি প্রতিবেদক
০১ অক্টোবর ২০২৪, ১৫:৩৭
শেয়ার :
রাবিতে ছাত্রলীগের ‘অস্ত্রধারী সন্ত্রাসীদের’ বিচারের দাবি

ছাত্রলীগের অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র সরবরাহকারী এবং নিপীড়কদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘ফ্যাসিবাদ নির্মূল কমিটি (ফ্যানিক-২৪) এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে ফ্যানিক-২৪ এর আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘আমরা চাই না জনগণ তাদের হাতে আইন তুলে নিক। আমরা চাই না জনগণ মব জাস্টিসের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাক। আমরা চাই, বিশ্ববিদ্যালয় বাদী হয়ে, ছাত্রলীগের যারা বিভিন্ন সময় হামলা ও অন্যয় কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল, তাদের আইনের আওতায় নিয়ে আসুক। বিগত বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা আমাদের ওপর পুলিশদের লেলিয়ে দিয়ে, সাকিব আনজুম ভাই এবং আলী রায়হান ভাইকে শহীদ করেছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে। আমরা দেখেছি, এখন পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের বেতন খেয়ে যাচ্ছে। প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

বিভিন্ন দাবি তুলে ফ্যানিকের সদস্য অনিক আহমেদ বলেন, ‘ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো ফ্যাসিবাদের দোসরদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের ব্যবস্থা করতে হবে। প্রতিটা হলের যেসকল রুমে অস্ত্র পাওয়া গেছে, তাদেরও দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সেই সময় হলে যারা প্রশাসনিক দায়িত্বে ছিল, তাদের জবাবদিহিতা এবং আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। ১৭ জুলাই আমাদের ওপর পুলিশকে সরাসরি গুলি চালাতে লেলিয়ে দেওয়া সেই সকল শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে। ’

তিনি আরও বলেন, ‘আর যেনো কোথাও মব-জাস্টিস না ঘটে। বিশেষ করে, রাবি ক্যাম্পাসে যেনো কোনোভাবেই এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে। এজন্য মুক্ত বাতাসে চলাফেরা করা সকল সন্ত্রাসীদের অতিদ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।’ 

মানববন্ধনে ফ্যানিক-২৪ এর আহ্বায়কসহ মোট ১৫ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।