বিদ্যুতায়িত হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে রায়হান শিপন (৩৮) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাহারতা গ্রামে তার বোনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
রায়হান সখীপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকার বাসিন্দা। তিনি এবি ব্যাংকের সখীপুর উপশাখার সহকারী ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্র জানা যায়, রায়হান শিপন গতকাল বুধবার তার বোনের বাড়ি যান। আজ সকালে গোসলখানায় তিনি পা পিছলে পড়ে যান। এ সময় তিনি পানির মোটরের বৈদ্যুতিক তার আঁকড়ে ধরেন। এতে তিনি বিদ্যুতায়িত হন। পরে তাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।