সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে ওয়েন্ডলার ইন্টারলাইনিং বাংলাদেশ লিমিটেডের অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৯
শেয়ার :
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে ওয়েন্ডলার ইন্টারলাইনিং বাংলাদেশ লিমিটেডের অনুষ্ঠান

‘টুগেদার ফর টুমরো’ শিরোনামে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রোগ্রামের আয়োজন করেছে ওয়েন্ডলার ইন্টারলাইনিং বাংলাদেশ লিমিটেড ও ওয়াইডব্লিউসিএ। অনুষ্ঠানটির উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, যাতে তারা সুস্বাস্থ্য ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে কিছু শিখতে পারে। 

ওয়েন্ডলার একটি জার্মান ভিত্তিক বহুজাতিক ইন্টারলাইনিং কোম্পানি যারা ১৮০ বছর ধরে সারা বিশ্বে তাদের পণ্য সরবারহ করে আসছে। ওয়াইডব্লিউসিএ হচ্ছে একটি বহুজাতিক এনজিও যারা সারাবিশ্বে তাদের সামাজিক সাপোর্ট দিয়ে থাকে।

‘ওয়েন্ডলার সাপোর্ট’ স্কুলের সব শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মেটাল পানির বোতল এবং খাবার বিতরণ করেছে, যা পরিবেশগত সচেতনতা এবং ছাত্র-ছাত্রীদের সামাজিক দায়বদ্ধতা উভয়কেই উৎসাহিত করেছে। 

ওয়েন্ডলার ইন্টারলাইনিং বাংলাদেশ লিমিটেডের সিইও ফ্রাঙ্ক সেইলারের নেতৃত্বে বিতরণটি অনুষ্ঠিত হয়, যিনি ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন। তার সঙ্গে ছিলেন কোম্পানির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং, আমান হোসেন এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।

ওয়াইডব্লিউসিএ ফ্রি স্কুলের সাধারণ সম্পাদক, সিলভিয়া সান্তোশ্রী মজুমদার ওয়েন্ডলার ইন্টারলাইনিংকে তাদের উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, শিক্ষার্থীদের উপর ইতিবাচক প্রভাব এবং সামাজিক উন্নয়নে কর্পোরেট সম্পৃক্ততার গুরুত্বের উপর জোর দিয়েছেন।

সামাজিক মূল্যবোধ এবং শিক্ষার প্রতি কোম্পানির চলমান প্রচেষ্টার কথা তুলে ধরেন সেইলার বলেন, ‘আমরা আজকের শিশুদের সমর্থন করে একটি উজ্জ্বল আগামীকে লালন করতে বিশ্বাস করি। আজকের শিশুরাই হবে আগামীর সচেতন নাগরিক। আমরা বাংলাদেশে আমাদের ‘ওয়েন্ডলার সাপোর্ট’ এর পক্ষ হতে সবসময় সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকব।’