সাবেক এমপি জর্জ দ্বিতীয় দফায়, পুলিশের ২ সদস্য তৃতীয় দফায় রিমান্ডে

আদালত প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৪, ২০:০১
শেয়ার :
সাবেক এমপি জর্জ দ্বিতীয় দফায়, পুলিশের ২ সদস্য তৃতীয় দফায় রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশাচালক মো. রনি হত্যা মামলায় গ্রেপ্তার কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সেলিম আলতাফ জর্জের ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে, ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দিয়ে পুলিশে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বাহিনীটির দুই সদস্যকে তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার তিন দিনের রিমান্ড শেষে সেলিম আলতাফ জর্জকে ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার সাব ইন্সপেক্টর আলতাফ হোসেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব শুনানি শেষে ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলায় আলতাফ জর্জের পক্ষে তার আইনজীবী মোর্শেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

গত ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে জর্জকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। গত ১৮ সেপ্টেম্বর তাকে দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

গত ১৯ জুলাই দুপুর একটার দিকে মোহাম্মদপুর থানাধীন নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিবিদ্ধ হন অটোরিকশাচালক মো. রনি। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তার মা মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

সেলিম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে, পুলিশের দুই সদস্যের তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শাহজাহানপুর থানার সাইবার নিরাপত্তা আইনের এ মামলায় একইদিন দুই দিনের রিমান্ড শেষে ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, মতিঝিল জোনাল টিমের পরিদর্শক আব্দুল্লাহেল বাকী। একই আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড যাওয়া আসামিরা হলেন যশোর পুলিশ লাইনে কর্মরত পুলিশ কন্সটেবল শোয়াইবুর রহমান (৩২) ও রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত কন্সটেবল সজিব সরকার (২৭)।

এর আগে দুই পুলিশ সদস্যের গত ১৬ সেপ্টেম্বর শাহজাহানপুর থানার মামলায় তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ১৯ সেপ্টেম্বর একই মামলায় তাদের ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা থেকে জানা যায়, আসামিরা গত ৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় তাদের ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃনা এবং সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টসহ জনসাধারণের সেবা বাধাগ্রস্থ এবং বিনষ্ট করার জন্য উস্কানিমূলক বার্তা পোস্ট করিলেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।