তোফাজ্জল হত্যাকাণ্ড ঢাবি প্রশাসনের ব্যর্থতা: ছাত্র ইউনিয়ন

ঢাবি প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৭
শেয়ার :
তোফাজ্জল হত্যাকাণ্ড ঢাবি প্রশাসনের ব্যর্থতা: ছাত্র ইউনিয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র রাজনীতিসহ সকল ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ)। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ শুক্রবার কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

সংগঠনটি বলছে, নিজেদের ব্যর্থতা আড়াল করতেই ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নিজেদের ব্যর্থতার দায়ভার ছাত্র রাজনীতির ঘাড়ে চাপিয়ে দায়মুক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত ছাত্রদের গণতান্ত্রিক অধিকার হরণের সামিল। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এসেছি ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের। কিন্তু আমরা বারংবার দেখেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনই এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের মদদ দিয়ে এসেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামক একজন যুবককে হত্যার সময় বিশ্ববিদ্যালয় এবং হল প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে।

বিবৃতিতে বলা হয়, নিজেদের ব্যর্থতার দায়ভার ছাত্র রাজনীতির ঘাড়ে চাপিয়ে দায়মুক্তি নেওয়ার চেষ্টা করছে। জোর করে কারো রাজনৈতিক অধিকার হরণ করা এক ধরনের ফ্যাসিস্ট আচরণ।

বিবৃতিতে আরও বলা হয়, ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং নিরাপত্তা দিতে ব্যর্থ প্রক্টর এবং প্রভোষ্টের পদত্যাগ দাবি করেছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছে।