২ শিক্ষিকার অব্যাহতিসহ ৫ দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

রাবি প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৮
শেয়ার :
২ শিক্ষিকার অব্যাহতিসহ ৫ দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

দুই শিক্ষককে অব্যাহতিসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিভাগের সামনে থেকে ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান নেয় তারা।

অবস্থান কর্মসূচির এক পর্যায়ে উপাচার্য ড.সালেহ হাসান নকীব ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় উপাচার্য আগামী রবিবার বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ১২ জন প্রতিনিধি এবং শিক্ষকদের নিয়ে বসার কথা জানালে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান।

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব আন্দোলনরত শিক্ষার্থীদের বলেন, ‘তোমরা মনে করো না চাপ প্রয়োগ করে তোমরা তোমাদের দাবি বাস্তবায়ন করে ফেলবে। আমরা যে কোনো সমস্যা সমাধানে সবসময় তৎপর রয়েছি। আগামী রবিবার তোমাদের মধ্যে ১২ জন শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে বসবো। তোমাদের সকল কথা শুনবো ও সমাধানের চেষ্টা করবো।’

এ বিষয়ে মনোবিজ্ঞান বিভাগের ১৭-১৮ সেশনের ছাত্র বাসেত বলেন, ‘আমরা প্রথমে ১২ দফা দাবি নিয়ে বিভাগে গেলে আমাদের দাবির বিষয়ে কোনো সদুত্তর আমরা পাইনি। পরে এই দাবিগুলোর মধ্য থেকে ৫ দফা দাবি নিয়ে আমরা প্রশাসনিক ভবনে গিয়েছিলাম। উপাচার্য স্যার আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আগামী রবিবার বিভাগের ১২ জন শিক্ষার্থী প্রতিনিধি এবং শিক্ষকদের নিয়ে বসবেন বলে আমাদের জানিয়েছেন।’

অভিযুক্ত দুই শিক্ষিকার মধ্যে অধ্যাপক ড. মাহবুবা কানিজ কেয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ, পর্যাপ্ত ক্লাস না নেওয়া এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম-অবিচার এবং অধ্যাপক ড. নাজমা আফরোজের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্তা, রুমে ডেকে হুমকি ও মিথ্যা অভিযোগ দেওয়া এবং মিথ্যা মামলার ভয় দেখানোর অভিযোগ এনে বিভাগ থেকে অবাঞ্চিত ঘোষণা করেন শিক্ষার্থীরা।

এই দুইজন শিক্ষিকাকে অবাঞ্চিত করার পাশাপাশি মোট ৫ দফা দাবি জানায় শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীকে হুমকি দেওয়া যাবে না এবং ব্যক্তিগত ক্ষোভ থেকে রেজাল্ট টেম্পারিং করা যাবে না। শিক্ষকদের মধ্যে দলাদলি বা রেষারেষি বন্ধ করতে হবে। ড. নাজমা আফরোজ ও ড. মাহবুবা কানিজ কেয়াকে অব্যাহতি দিতে হবে, দলীয় প্রতিহিংসার শিকার ড. এনামুল হকের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে সঠিক তদন্তের মধ্য দিয়ে দুই কর্মদিবসের মধ্যে তাকে একাডেমিক কাজে ফিরিয়ে আনতে হবে। পরিচ্ছন্নতা কর্মী শ্রী রাম হেলাকে বিভাগে ফিরিয়ে আনতে হবে এবং ডিপার্টমেন্টের সকল শিক্ষক শিক্ষিকাকে এই লিখিত দিতে হবে যে, উনারা ডিপার্টমেন্টের সকল কার্যক্রম রুটিন মাফিক করবেন।

জানতে চাইলে অধ্যাপক নাজমা আফরোজ বলেন, ‘ড. এনামুল হক যেহেতু শাস্তিপ্রাপ্ত, তাই তিনি এসব করে যাচ্ছেন। তিনি চান না আমি বিভাগে আসি। কিন্তু কেনো এমন হচ্ছে বা শিক্ষার্থীরা এমন কেনো করছে, তা আমার জানা নেই। যা হচ্ছে সবই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’

তবে এ বিষয়ে জানতে ড.এনামুল হকের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।