ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে আলোচনা সভা
ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি। গতকাল বুধবার প্রতিষ্ঠানটির মাল্টিপারপাস হলে এই সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এতে মূল আলোচনা উপস্থাপন করেন। অতিথি আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক, ড. মো. আতাউর রহমান মিয়াজী।
আলোচকরা বলেন, ‘রাসুল সা. ছিলেন সকল মানবীয় গুনের অধিকারী। তিনি হচ্ছেন সর্বকালের, সর্বযুগের সকল মানব গোষ্ঠীর জন্য, সর্বোত্তম আদর্শের মাপকাঠি।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
সাউথইস্ট ইউনিভিার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন। রেজিস্ট্রার (ইনচার্জ) এয়ার ভাইস মার্শাল এম আবুল বাশার, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানরা, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।