ঢাবির হলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮
শেয়ার :
ঢাবির হলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে হলের গেস্টরুমে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শিক্ষার্থীরা রাত ১২টার একটু পরে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে সেই শিক্ষার্থীদের আর পাওয়া যায়নি। মরদেহ মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে ওই যুবককে আটক করে শিক্ষার্থীরা। এরপর তাকে মারধর করে। অসুস্থ হয়ে পড়লে শিক্ষার্থীরাই মধ্যরাতে হাসপাতালে নিয়ে যায়।