রাবি লিগ্যাল সেলের নতুন প্রশাসক আব্দুর রহিম মিয়া

রাবি প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:১১
শেয়ার :
রাবি লিগ্যাল সেলের নতুন প্রশাসক আব্দুর রহিম মিয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) লিগ্যাল সেলের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. মো.আব্দুর রহিম মিয়া। আজ বুধবার উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব তাকে এ পদে নিয়োগ করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অধ্যাপক আব্দুর রহিম মিয়া আজই নতুন দায়িত্বে যোগদান করেছেন। এ সময় আইন বিভাগের অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকা, অধ্যাপক ড. মো. আব্দল হান্নান, অধ্যাপক ড. আনিসুর রহমান, জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এবং লিগ্যাল সেলের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন। যোগদানের পর প্রশাসক তার দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

অধ্যাপক ড. মো. আব্দুর রহিম মিয়া রাবি আইন বিভাগ থেকে ২০০১ সালে স্নাতক (সম্মান) ও ২০০২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১১ সালে তিনি রাবি থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ড. মো. আব্দুর রহিম মিয়া ২০০৪ সালে রাবি আইন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার ৪০টি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি সফলভাবে ১৩টি আইন বিষয়ক গবেষণা প্রকল্প সম্পন্ন করেছেন।