উপাচার্য নিয়োগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেন বেরোবি শিক্ষার্থীরা
৪৮ ঘণ্টার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নিয়োগ না হলে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দ্রুততর সময়ের মধ্যে ভিসি নিয়োগের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গণঅভ্যুত্থানের কেন্দ্রবিন্দু। বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ শহিদ হওয়ায় বাংলাদেশের বিগত স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। সুতরাং আমরা কেন এখনো আমাদের অভিভাবক পাব না?...
হুঁশিয়ার দিয়ে শিক্ষার্থীরা আরও বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগ দেওয়া না হলে উত্তরবঙ্গের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করা দেওয়া হবে। এরপরও নিয়োগ দেওয়া না হলে ‘লংমার্চ টু ঢাকা’ আন্দোলনের ডাক দেওয়া হবে। তাই ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব একজন উপাচার্য নিয়োগ দেওয়া হোক।
এর আগে, গত ৬ সেপ্টেম্বর পাঁচ কর্মদিবসের মধ্যে ভিসি নিয়োগ চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে আলটিমেটাম দিয়েছিলেন সাধারণ শিক্ষার্থীরা। তবে পাঁচ কর্মদিবস অতিবাহিত হলেও কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রহমত আলী, শামসুর রহমান সুমন, ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. রাফিউল আজম খান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!