গফরগাঁওয়ে সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর
আওয়ামী লীগের নেতা মরহুম আলতাফ হোসেন গোলন্দাজের ছেলে ময়মনসিংহ -১০ গফরগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের পৈতৃক বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোর পৌনে ৫টার দিকে অন্তত ৫/৬ হাজার লোক হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভোরে অন্তত ৫/৬ হাজার লোক হামলা চালায়। খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে সেনাবাহিনী ও গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সন্ধ্যায় গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান জানান, সকাল থেকেই থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।