‘শেখ হাসিনার জায়গা বাংলাদেশের মাটিতে হবে না’
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘শেখ হাসিনার জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। শেখ হাসিনাকে চিরতরে বিদায় করেছে ছাত্রজনতা। নির্যাতন করে কেউ কখনও ক্ষমতায় থাকতে পারেনি এটা তার প্রমাণ। ’
আজ শনিবার বিকেল ৫টায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটার কুমিরা ফুটবল মাঠে হাবিবুল ইসলাম হাবিবের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়।
হাবিব বলেন, ‘হাসিনা সরকার বিগত ১৫ বছরে এদেশের লাখ লাখ নেতাকর্মীকে জেল জুলুম হত্যা গুম করে মানুষের কণ্ঠকে রোধ করে রেখেছিল। বৈষম্যবিরোধী ছাত্ররা আজ আন্দোলন করে এদেশের জালিম সরকারকে হটিয়েছে। তা না হলে এ বিজয় সম্ভব ছিল না। প্রতিশোধ নয় দেশ গড়ার কাজে সকল নেতাকর্মীকে কাজ করতে হবে।’
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সহ-সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ মুহম্মাদ খালিদ হোসেন, খুলনা মহানগর বিএনপির সদস্য শফিকুল আলম তুহিন, হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিনী শাহানা পারভীন বকুল, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল হাসান, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদী প্রমুখ।
প্রসঙ্গত, শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পরে গত ৩ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে মুক্তি পান হাবিবুল ইসলাম হাবিব। আজ শনিবার সড়ক পথে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার থেকে দলীয় নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা করে তাকে কুমিরা সংবর্ধনা স্থলে নিয়ে আসেন। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজর নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।