পুমা ও ফিলিপস ব্র্যান্ডের পণ্য এখন প্যান্ডামার্টে, থাকছে ২০ শতাংশ পর্যন্ত ছাড়
দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডার প্যান্ডামার্টে এখন পাওয়া যাচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ড পুমা ও ফিলিপস -এর বিভিন্ন পণ্য। প্যান্ডামার্টে এই ব্র্যান্ড দুটির স্পোর্টস ও ব্যক্তিগত পরিচর্যার পণ্য অর্ডারে গ্রাহকরা গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) থেকে ২০ শতাংশ মূল্য ছাড় সুবিধাও উপভোগ করতে পারবেন। মূল্য ছাড় পাওয়া যাবে ৩১ আগস্ট পর্যন্ত।
ঢাকায় অবস্থিত প্যান্ডামার্টের নির্দিষ্ট কয়েকটি স্টোরে এখন পুমা ও ফিলিপসের প্রায় ৭৩ টি পণ্য কেনা যাচ্ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে পুমা’র ট্রেন্ডি স্নিকার, স্পোর্টস কোয়ার্টার, মোজা, ক্যাপ, বোতল; কিংবা ফিলিপস’এর ট্রিমার, হেয়ার ড্রায়ারসহ ব্যক্তিগত পরিচর্যার বিভিন্ন অনুষঙ্গ।
ফুডপ্যান্ডা বাংলাদেশের কিউ-কমার্স ডিরেক্টর মোহাম্মদ তাবরেজ খান বলেন, ‘কুইক কমার্সের শক্তিকে কাজে লাগিয়ে প্যান্ডামার্টের মাধ্যমে গ্রাহকদের জীবনযাত্রার ধরণ ও মান বদলে দিতে আমরা কাজ করে যাচ্ছি। ফুডপ্যান্ডা সবসময় তরুণ প্রজন্মের চাহিদাকে প্রাধান্য দেয়। এরই ধারাবাহিকতায় পুমা ও ফিলিপস এর মতো ব্র্যান্ডগুলোকে প্যান্ডামার্টে যুক্ত করতে পেরে আমরা খুবই আনন্দিত। এর মাধ্যমে আমরা আরও বিস্তৃত পরিসরের গ্রাহকের কাছে পৌঁছাতে পারব। একইসাথে আমাদের প্ল্যাটফর্মে তরুণ গ্রাহকদের পণ্য বেছে নেওয়ার সুবিধাও বাড়বে। প্যান্ডামার্টে ব্র্যান্ড দু’টি যুক্ত হওয়ায় স্বাচ্ছন্দ্যের সাথে স্টাইলের এক নতুন যাত্রা শুরু হয়েছে”।
ফুডপ্যান্ডা সম্পর্কে:
ফুডপ্যান্ডা এশিয়া প্যাসিফিকের অন্যতম শীর্ষস্থানীয় ডেলিভারি প্ল্যাটফর্ম। সুবিধামতো ও দ্রুততম সময়ে গ্রাহকদের কাছে খাবার, গ্রোসারি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য জিনিস পৌঁছে দিতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে ফুডপ্যান্ডা। অভিনব প্রযুক্তি ও সুদক্ষ পরিচালনার সমন্বয় এবং রিটেইল পার্টনারদের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এ অঞ্চলের কুইক-কমার্সে (কিউ-কমার্স) নেতৃত্ব দিচ্ছে ফুডপ্যান্ডা। খাবার ডেলিভারি দেয়ার লক্ষাধিক অপশন ছাড়াও অন-ডিমান্ড পণ্য ডেলিভারি সুবিধা প্রদানে রয়েছে প্যান্ডামার্ট ক্লাউড স্টোর। সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, তাইওয়ান, ফিলিপাইন, বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া এবং মায়ানমার- এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১১টি বাজারের চারশো শহরে ফুডপ্যান্ডার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠান ডেলিভারি হিরো’র একটি অঙ্গপ্রতিষ্ঠান ফুডপ্যান্ডা।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.foodpanda.com
মিডিয়া যোগাযোগ- আফিফা সুলতানা, লিড, পাবলিক রিলেশনস, ফুডপ্যান্ডা বাংলাদেশ, মোবাইল- ০১৭৯৯৯৮৭৫৩৬।