প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ লাখ টাকা দিল পূজা ফাউন্ডেশন
দেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছে গুলশান বনানী সার্বজনীন পুজা ফাউন্ডেশন। আসন্ন দূর্গাপূজার ব্যয় কমিয়ে বন্যা দুর্গতদের সহায়তায় তারা প্রধান উপদেষ্টার বন্যা ত্রাণ তহবিলে বিশ লাখ টাকা অনুদান প্রদান করেছে।
গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হিন্দু ধর্মের প্রধান উৎসব দূর্গা পূজা উদযাপনের ব্যয় কমিয়ে ২০ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।
গুলশান বনানী সার্বজনীন পুজা ফাউন্ডেশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এই অনুদান বন্যায় আক্রান্ত মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে।
দেশবাসীকে স্বতঃস্ফূর্ত ভাবে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।