ময়মনসিংহ উত্তর কৃষকদলের সদস্য সচিব বহিষ্কার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৪, ১৮:৩৯
শেয়ার :
ময়মনসিংহ উত্তর কৃষকদলের সদস্য সচিব বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব শাহ মুহাম্মদ আলীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ। আজ মঙ্গলবার জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ উত্তর জেলা শাখা কৃষকদলের সদস্য সচিব শাহ মুহাম্মদ আলীকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।