যুবলীগের পদ ছেড়ে যা বললেন ইকরামুল

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৪, ১৬:১৩
শেয়ার :
যুবলীগের পদ ছেড়ে যা বললেন ইকরামুল

দলীয় শৃঙ্খলা না থাকায় পিরোজপুরের ইন্দুরকানীতে ইকরামুল সিকদার নামের এক যুবলীগ নেতা পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে যুবলীগ নেতা ইকরামুল সিকদার তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। পরে তিনি স্থানীয় সাংবাদিকদের কাছে তার যুবলীগের পদ থেকে পদত্যাগের লিখিত একটি বক্তব্য দেন। 

যুবলীগ নেতা ইকরামুল সিকদার তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘২০১২ সালে উপজেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। পরে আমাকে জেলা কমিটি ২০২১ সালে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পালন করতে গিয়ে দলের মধ্যে মামলা হামলার শিকার হয়েছি। তাই আমি উপজেলা যুবলীগের সকল পদ থেকে সম্পূর্ণভাবে স্বেচ্ছায়, সজ্ঞানে পদত্যাগ করিলাম।’

এ বিষয়ে পদত্যাগকারী যুবলীগ নেতা ইকরামুল সিকদার বলেন, ‘যুবলীগে বঙ্গবন্ধুর দলীয় মতাদর্শের মিল না থাকায় পদত্যাগ করেছি। যুবলীগ করতে গিয়ে দলীয়ভাবে মামলা হামলার শিকার হয়েছি। আমি ব্লাড ফাউন্ডেশন ও সামাজিক সংগঠন নিয়ে ব্যস্ত থাকতে চাই। আমার মেয়ে অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে ঢাকার একটি হাসপাতালে রয়েছি।’