গোলাপের গ্রেপ্তারের খবরে মাদারীপুরে মিষ্টি বিতরণ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপের গ্রেপ্তারের খবরে মিষ্টি বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে গোলাপের নিজ মাদারীপুরের কালকিনী উপজেলার উত্তর রমজানপুরসহ বেশ কয়েকটি জায়গায় এ মিষ্টি বিতরণ করা হয়। মিষ্টি বিতরণের পাশাপাশি এলাকার জনগণ গোলাপের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও করেছেন।
এর আগে গতকাল রবিবার রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে গোলাপকে গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আজ তাকে ৭ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, জীবিকার তাগিদে যুক্তরাষ্ট্রে গিয়ে ট্যাক্সি চালাতেন গোলাপ। অতিরিক্ত আয়ের জন্য মাঝে মাঝে পিৎজ্জা ডেলিভারিও করতেন তিনি। কিন্তু শেখ হাসিনার সান্নিধ্যে বদলে যায় গোলাপের জীবন। এলাকায় রাজনীতির সঙ্গে জড়িত না থেকেও হয়ে ওঠেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। পাশাপাশি ছিলেন শেখ হাসিনার বিশেষ সহকারী।
আর এই সুবাদে কামিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। ২০১৮ সালের সংসদ নির্বাচনে পেয়ে যান মাদারীপুর-৩ আসনের নৌকার টিকিট এবং হয়ে যান সংসদ সদস্য। এরপর তার দুর্নীতি যেন আকাশ ছুঁতে শুরু করে। যুক্তরাষ্ট্রে তার একাধিক বাড়ি রয়েছে বলে সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের