আপত্তি তোলা ঢাবির সেই শিক্ষককে কোরআন তেলাওয়াত শোনালেন শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
১৯ আগস্ট ২০২৪, ১৪:৪৯
শেয়ার :
আপত্তি তোলা ঢাবির সেই শিক্ষককে কোরআন তেলাওয়াত শোনালেন শিক্ষার্থীরা

পবিত্র রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় কোরআন তেলাওয়াত বিষয়ক অনুষ্ঠান আয়োজন নিয়ে আপত্তি জানানো কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির পদত্যাগ করেছেন। আজ সোমবার দুপুরে আব্দুল বাছিরের পদত্যাগ করেন।

অধ্যাপক ড. আব্দুল বাছিরের পদত্যাগের পর তার রুমেই কোরআন তেলাওয়াত করেন ঢাবি শিক্ষার্থীরা। পরে সেখানে দোয়া করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক বাছিরও মোনাজাতে অংশ নেন।

রমজান মাসকে স্বাগত জানিয়ে গত ১০ মার্চ কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একদল শিক্ষার্থী। পরে এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের ‘কেন শাস্তি প্রদান করা হবে না’— এই মর্মে লিখিত বক্তব্য চান কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাসির। অনুষ্ঠান করার আগে কর্তৃপক্ষের কোনো অনুমতি না নেওয়ায় এ চিঠি দেওয়া হয় বলে জানান তিনি। গত ১৩ মার্চ আরবি বিভাগের চেয়ারম্যান জুবায়ের মুহাম্মদ এহসানুল হকের কাছে এই লিখিত বক্তব্য চেয়ে নোটিশ প্

বিষয়টি নিয়ে সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।