‘স্টেপ ডাউন ভিসি’ কর্মসূচি পালন করছেন নোবিপ্রোবি শিক্ষার্থীরা

নোয়াখালী প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৪, ১৫:৪০
শেয়ার :
‘স্টেপ ডাউন ভিসি’ কর্মসূচি পালন করছেন নোবিপ্রোবি শিক্ষার্থীরা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রোবি ) উপাচার্য অধ্যাপক ড. দিদারউল আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকী ও রেজিস্ট্রার জসীমউদ্দিনের পদত্যাগ দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘স্টেপ ডাউন ভিসি’ (Step Down VC) কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা ভিসির বাসভবন ঘেরাও করেন।

আজ রবিবার বেলা ১১টা থেকে নোবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করে তারা।

প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসির বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়।

এ সময় আন্দোলনকারীরা ভিসি, প্রোভিসি ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলেন, কোটা আন্দোলনবিরোধী বিভিন্ন কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ও বিগত সময়কালে ঘটে আসা বিভিন্ন অনাচারের দরুন বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে শিক্ষার্থীদের কাছে প্রশ্নবিদ্ধ এবং সাধারণ শিক্ষার্থীরা সেখানে আস্থা হারিয়ে ফেলেছেন। এসব বিষয়কে সামনে রেখে এবং বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ ও নিরাপত্তার কথা বিবেচনা করে দুর্নীতিবাজ উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করছি। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত তিন কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগ না করলে, তাদের নামের পদত্যাগপত্র লিখে স্ব স্ব ঠিকানায় পাঠানো হবে।