সেন্সর বোর্ড পুনর্গঠন, যা বললেন তথ্য উপদেষ্টা
মো. নাহিদ ইসলাম
স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবছেন অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। আর এসব বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেই উদ্যোগ নেবেন বলে জানান তিনি। আজ রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর প্রধানের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। সেখানে একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেন্সর বোর্ড নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি। এর রূপরেখা কী হবে সেটা আমরা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে ঠিক করব। সাংবাদিক সমাজের সঙ্গে আলোচনা করে তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা এই উদ্যোগগুলো নিতে চাচ্ছি।’
সাংবাদিকরা তথ্য উপদেষ্টাকে সেন্সর বোর্ড এবং আটকে থাকা সিনেমাগুলো প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, ‘সেন্সর বোর্ডের কারণে যেসব ছবি আসেনি সেগুলো নিয়ে আমরা দ্রুতই বসব। এছাড়াও সেন্সর বোর্ডকে দ্রুততার সঙ্গে পুনর্গঠন করব। সেন্সর বোর্ড না থাকার যে দাবি, সেটিও আমরা আলোচনা করে যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নেব।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনের আমলে সেন্সর বোর্ডে আটকে দেওয়া হতো একের পর এক সিনেমা। বিশেষ করে যেসব সিনেমায় দেশের চিত্র তুলে ধরা হতো। এ তালিকায় আছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’, এনামুল করিম নির্ঝরের ‘নমুনা’, রায়হান রাফির ওয়েব ফিল্ম ‘অমিমাংসিত’সহ একাধিক সিনেমা।