প্রতিমন্ত্রী বোন দেশ ছাড়লেও আটকে গেলেন উপজেলা চেয়ারম্যান ভাই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৪, ১৯:২০
শেয়ার :
প্রতিমন্ত্রী বোন দেশ ছাড়লেও আটকে গেলেন উপজেলা চেয়ারম্যান ভাই

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার পতনের আগেই গত ১৬ জুলাই দেশ ছাড়েন গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। তবে ওই সময় ছুটির ফাঁদে আটকে দেশ ছাড়তে পারেননি প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জামিল হাসান দূর্জয়। তিনি এখন কোথায় আছেন সেটাও জানেন না কেউ।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি প্রথমবার ভোটে গাজীপুর-৩ আসনের এমপি নির্বাচিত হন রুমানা আলী। ১১ জানুয়ারি ২৪ তারিখে মন্ত্রী সভায় স্থান পান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে। দেশ যখন কোটা সংস্কার তথা বৈষম্যবিরোধী আন্দোলনে টালমাটাল ঠিক সে সময় গত ১৬ জুলাই বেলা ১১টা ২৬ মিনিটে বিজি ৩১৫ বিমানে মালয়েশিয়ায় পাড়ি জমান রুমানা আলী। 

এ দিকে বড় ভাই গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জামিল হাসান দুর্জয় চলিত বছরের ২১ মে শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বোন বিদেশে পাড়ি জমানোর আগে গত ৭ জুলাই তিনি বহিঃ বাংলাদেশ ছুটির আবেদন করেন স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখ-১ এ। ৩০ জুলাই ছুটি না মঞ্জুর করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এতে আটকে যায় তার বিদেশ গমন। চার আগস্ট দুর্জয় শ্রীপুরে অবস্থান করেন। তার নেতাকর্মী সমর্থকরা ওই দিন বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের প্রতিহতের চেষ্টা করেন। পরদিন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে দুর্জয়ের দেখা মেলেনি শ্রীপুরবাসীর চোখে। 

এ বিষয়ে জানতে জামিল হাসান দূর্জয়ের মোবাইলে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। 

এদিকে স্থানীয়র সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের গত ১৪ আগস্টের অফিস আদেশ অনুযায়ী উপজেলা পরিষদ সমূহের সব ধরণের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার নিমিত্ত প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।

উপজেলা চেয়ারম্যানের অফিস সহকারী মো. জসিম উদ্দিন বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের পর থেকে স্যার (উপজেলা চেয়াম্যান) অফিসে আসেন না। এখন কোথায় আছেন তা জানানেই।’ 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, ‘উপজেলা চেয়ারম্যানের বিষয়ে ইউএনউ স্যার ভালো বলতে পারবেন।’

এ বিষয়ে জানতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসার মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।