ঢাবির সূর্য সেন হলে ১৫ আগস্ট উপলক্ষে ডিজে পার্টি

ঢাবি প্রতিবেদক
১৫ আগস্ট ২০২৪, ০১:৪৭
শেয়ার :
ঢাবির সূর্য সেন হলে ১৫ আগস্ট উপলক্ষে ডিজে পার্টি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলে ১৫ আগস্ট উপলক্ষে ডিজে পার্টি উদযাপন করছে শিক্ষার্থীরা। এতে আশেপাশের হলগুলো থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে যোগদান করে। বুধবার প্রথম প্রহর থেকে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ঢাবির সূর্য সেন হলের গেইটে ডিজে পার্টি হচ্ছে। সেখানে সাউন্ড মাইক দিয়ে উচ্চশব্দে বিভিন্ন হিন্দি গান বাজাতে দেখা যায়। তাদের সবার হাতেই লাঠি সোটা, রড, স্টিলের পাইপ, হকিস্টিক ইত্যাদি নিয়ে নাচানাচি করতে দেখা যায়। এর পাশে বাস্কেটবল মাঠে শিক্ষার্থীদের আরেকটি অংশ বারবিকিউ পার্টির আয়োজন করেছে।

এছাড়াও ১১ টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, কবি জসীমউদ্দিন হল থেকে লাঠিসোটা, রড, হকিস্টিক, স্টিলের পাইপ ইত্যাদি নিয়ে মিছিল করতে দেখা যায়। হলপাড়া থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের ভিসি চত্বর, মুক্তি ও গণতন্ত্র তোড়ণ হয়ে টিএসসি থেকে পুনরায় ভিসি চত্বরে ফিরে আসে। এছাড়াও ক্যাম্পাসের অন্যান্য হলগুলো থেকে খন্ড খন্ড মিছিল বের হয়েছে। 

মিছিলে 'ডাইরেক্ট একশন, খুনি হাসিনা বিরুদ্ধে', 'ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই', 'ডাইরেক্ট একশন, ছাত্রলীগের বিরুদ্ধে', 'হই হই রই রই, ছাত্রলীগ গেল কই', 'ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও'ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।