ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত শিক্ষার্থীদের ফুডপ্যান্ডা’র খাবার বিতরণ
রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে ফুডপ্যান্ডা। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গুলশান, বনানীসহ ঢাকার বিভিন্ন জায়গায় ফুডপ্যান্ডার কর্মী ও রাইডার পার্টনাররা শিক্ষার্থীদের মাঝে খাবার ও পানীয় বিতরণ করেন।
গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে ঢাকার ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার প্রশংসা করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্মটি। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগে তাদের পাশে থাকবে প্রতিষ্ঠানটি।