স্ত্রী-পুত্রসহ হাতিয়ার সাবেক এমপি আটক
হাতিয়া উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা। এসময় মোহাম্মদ আলীর সঙ্গে স্ত্রী আয়েশা ফিরদাউস ও ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী অমি সঙ্গে যান।
নৌবাহিনীর হাতিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একদল নৌ সেনা হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চর কৈলাস এলাকার বাড়ি থেকে আজ রবিবার ভোর আনুমানিক ৪টার দিকে তাকে আটক করে।
জানা গেছে, দ্বাদশ জাতীয় নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া থেকে আওয়ামী লীগ সমর্থিত এমপি নির্বাচিত হন মোহাম্মদ আলী। সম্প্রতি শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ সমর্থিত অনেক এমপি মন্ত্রী আত্মগোপনে চলে যান। কিন্তু মোহাম্মদ আলী প্রথম থেকেই নিজ বাড়িতে ছিলেন। আজ রবিবার ভোরে নৌ বাহিনীর একটি দল তার বাড়িতে গিয়ে তাকে তাদের হেফাজতে নিয়ে যায়। এসময় আওয়ামী লীগ সমর্থিত অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে নৌবাহিনীর সদস্যরা তাকে হাতিয়া ক্যাম্পে নিয়ে যান।
এ বিষয়ে মোহাম্মদ আলীর ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন জানান, নৌবাহিনীর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছেন। রাতে নৌবাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে এলে তিনি তাদের সঙ্গে চলে যান।
নৌবাহিনী হাতিয়া ক্যাম্পের কমান্ডার মুশফিকুর রহমান বলেন, ‘হাতিয়ার আইনশৃঙ্খলা এবং সার্বিক শান্তি বজায় রাখার জন্য মোহাম্মদ আলীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাতিয়া থানার কার্যক্রম না থাকায় তাকে আটক দেখিয়ে চট্টগ্রামে পাঠানো হবে। তবে মোহাম্মদ আলীর স্ত্রী ও ছেলেকে নৌবাহিনীর হেফাজতে নেওয়া হয়নি।’