পদত্যাগ করলেন রাবির উপ-উপাচার্যরা

রাবি প্রতিবেদক
০৯ আগস্ট ২০২৪, ১৬:৪২
শেয়ার :
পদত্যাগ করলেন রাবির উপ-উপাচার্যরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ ২৯ জন প্রশাসক ও কর্মকর্তার গতকাল বৃহস্পতিবার দুপুরে পদত্যাগ করেছিলেন। পরে রাতের মধ্যে পদত্যাগ করেন দুই উপ-উপাচার্য। বর্তমানে প্রশাসনের ঊর্ধ্বতনদের মধ্যে আর মাত্র দুই জন পদত্যাগ করতে বাকি রয়েছেন। আজ শুক্রবার সকাল বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়।

এখনো পদত্যাগ না করা দুই কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক ও রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান।

পদত্যাগের বিষয়ে কি ভাবছেন জানতে চাইলে কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামণিক বলেন, ‘আমি বাসায় আছি। বাকিদের পদত্যাগের বিষয়ে তেমন খবর জানি না। নিজের পদত্যাগের বিষয়েও আমি এখনো তেমন কিছু ভাবিনি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ওনারা যে নির্দেশনা দিবেন, সেটাই করব।’

এ বিষয়ে জানতে রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এদিকে, গতকাল বৃহস্পতিবার রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষ বাদে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং সিনেট ও সিন্ডিকেট সদস্যদের পদত্যাগ দাবি করেছিলেন রাবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

সেখানে রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষের পদত্যাগ কেনো দাবি করা হয়নি জানতে চাইলে রাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী মিশু বলেন, ‘উপাচার্য ও উপ-উপাচার্য ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যদের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিতে হয়। আর কোষাধ্যক্ষের আপাতত থাকার দরকার রয়েছে। এ জন্য আমরা ওনাদের দুইজনের পদত্যাগ আপাতত দাবি করিনি। তবে, দ্রুত ওনাদের পদত্যাগের দাবিও আমরা জানাব। ফ্যাসিস্ট রেজিমের কাউকেই আমরা নতুন বিশ্ববিদ্যালয় প্রশাসনে দেখতে চাই না।’

এদিকে এখনো পদত্যাগ না করলেও দুই-তিনদিনের মধ্যেই আবাসিক হলগুলোর অধিকাংশ প্রাধ্যক্ষ ও হাউজ টিউটররা পদত্যাগ করতে পারেন বলে জানান একাধিক প্রাধ্যক্ষ।