রাজশাহীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে হামলা
রাজশাহীতে তিনটি পুলিশ বক্সসহ সরকারি স্থাপনা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিনটি ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রুয়েটের সামনে জড়ো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা তালাইমারী মোড় হয়ে নর্দানের মোড়ের দিকে যায়। ফেরার পথে তালাইমারী মোড়ে একটি পুলিশ বক্স ভাঙচুর করে তারা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন কয়েক হাজার শিক্ষার্থী-শিক্ষক-জনতা।
এসময় বিশ্ববিদ্যালয় এলাকায় দায়িত্বরত পুলিশের এসবি শাখার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে বিক্ষোভকারীরা। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ‘আহত এসআই সাইফুলের মাথায় সেলাই দেওয়া হয়েছে। সিটিস্ক্যান করে পরবর্তীকালে চিকিৎসা দেওয়া হবে। ’
এদিকে বিকেলে আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে যান আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।