বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে পুলিশ

বরিশাল ব্যুরো
০১ আগস্ট ২০২৪, ২১:৩৫
শেয়ার :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে পুলিশ

কোটা সংস্কার আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমন্বয়ক সুজয় শুভসহ ১২ শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ববির প্রধান গেট থেকে তাদের হেফাজতে নেওয়া হয়।

তবে পুলিশ বলছে, নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এরপর ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। পুলিশ সদস্যদের অবস্থানের পাশাপাশি মহড়া দিচ্ছে বিজিবি সদস্যরা।

পুলিশ হেফাজতে থাকা শিক্ষার্থীরা হলেন- কোটা সংস্কার আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার ও অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান সজীব, পরিবেশ ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তমাল, ইংরেজি বিভাগের অনিকা সিঁথি, সিবাত আহমেদ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন মাহমুদ, অর্থনীতি বিভাগের শেখ ইমনসহ ১২ জন।

শিক্ষার্থীরা জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে ছাত্র শিক্ষকদের সমন্বয়ে দেশব্যাপী ছাত্র হত্যা এবং শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সংহতির আয়োজন করে। এ খবরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা আগে থেকে সেখানে জড়ো হতে থাকেন। পরে বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের নেতারা সেখানে উপস্থিত হয়ে মিছিল বের করার চেষ্টা করলে ছাত্রলীগ ও পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশ সেখান থেকে ৭ জনকে হেফাজতে নেয়। এরপর ক্যাম্পাসে প্রবেশের সময় আরও ৫ জনকে হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনার পর ক্যাম্পাসের সামনে ছাত্রলীগের ১৫-২০ জন নেতাকর্মী অবস্থান নেন।

এ সময় তারা বলেন, সরকার কোটা সংস্কার করে প্রজ্ঞাপন দিয়েছে। তারপরও কিছু শিক্ষার্থী অসৎ উদ্দেশ্যে ক্যাম্পাসে জড়ো হয়েছিল। ক্যাম্পাসে যে কোনো অপতৎপরতা ঠেকাতে তারা অবস্থান নিয়েছি।

বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল বলেন, কারফিউ চলাকালীন সময়ে সভা-মানববন্ধনসহ জনসামগম নিষিদ্ধ। তারপরও শিক্ষার্থীরা জড়ো হচ্ছিল। তাদের উপর আক্রমণ ও বাধা আসতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে ১২ শিক্ষার্থীকে পুলিশ থানা হেফাজতে নিয়েছে। পরিস্থিতি শান্ত হলে তাদের ছেড়ে দেওয়া হবে।