কোটা আন্দোলনে নাশকতাকারীদের শাস্তির দাবি
কোটা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পত্তির ধ্বংসলীলা ও মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ নিউজিল্যান্ড।
বঙ্গবন্ধু পরিষদ নিউজিল্যান্ডের নেতারা বলেন, ‘চলমান কোটা সংস্কার আন্দোলনের নামে বাংলাদেশে নাশকতা, অগ্নিসন্ত্রাস, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর এবং ছাত্র, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও সাধারণ মানুষের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় বঙ্গবন্ধু পরিষদ নিউজিল্যান্ডের সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন এবং শোকাহত। কোটা সংস্কারের আন্দোলনকে ব্যবহার করে যে সকল স্বাধীনতাবিরোধী কুচক্রীমহল জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের অসম্মান করে একাত্তরের পরাজিত শক্তিকে প্রতিষ্ঠা করবার হীন চেষ্টায় লিপ্ত, আমরা তাদের এই অশুভ চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তারা আরও বলেন,‘আমরা যেকোনো যৌক্তিক শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন করি। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি একপর্যায়ে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন উচ্চ আদালতে মীমাংসা এবং সরকার আন্দোলনের দাবি মেনে পরিপত্র জারি করার পরেও এই সকল দুর্বৃত্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এর ফলশ্রুতিতে ছাত্র, সাধারণ মানুষ, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত এবং আহত হন।’
পরিষদের নেতারা বলেন, ‘আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই। জনকল্যাণে নিবেদিত সরকারের কাছে এই ধ্বংসাত্মক কাজের সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা সরকারকে অনুরোধ জানাব, যারা এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানোর এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন।’
পরিশেষে আমরা আশা করি আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমির দেশপ্রেমিক জনগণ তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করবেন এবং দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে সহায়তা করবেন। সবাই মিলে দেশ ও বিদেশে গুজব সৃষ্টিকারী ও সন্ত্রাসী শক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক, শান্তিপ্রিয় বাংলাদেশ নির্মাণের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার
আরও পড়ুন:
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দীপুর অভিষেক