সংগীতশিল্পী জুয়েলের উল্লেখযোগ্য কিছু গান

বিনোদন প্রতিবেদক
৩০ জুলাই ২০২৪, ১৮:০৪
শেয়ার :
সংগীতশিল্পী জুয়েলের উল্লেখযোগ্য কিছু গান

নব্বই দশকে সংগীতাঙ্গনে পা রাখেন হাসান আবিদুর রেজা জুয়েল। সংগীতশিল্পী হিসেবে তিনি সর্বাধিক পরিচিত হলেও তার আরও একটি পরিচয় টেলিভিশন অনুষ্ঠান ও তথ্যচিত্র নির্মাতা হিসেবে। সঞ্চালনাও করেছেন বহু অনুষ্ঠান। ১৯৯৩ সালে ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সুরে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘কুয়াশা প্রহর’।

এদিকে, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ মঙ্গলবার বেলা ১১টা ৫৩ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জুয়েল। জেনে নেওয়া যাক তার জনপ্রিয় কিছু গানের খোঁজ-

সেদিনের এক বিকেলে

১৯৯৪ সালে প্রকাশিত ‘এক বিকেলে’ শিরোনামের অ্যালবামে ছিল এই গান। এটি লিখেছেন সৈয়দ আওলাদ। গানের কথাগুলো- ‘সেদিনের এক বিকেলে/ তোমার চোখে জল দেখেছি/ সে কথা আমি কতরাত/ একা একা ভেবেছি/ আর জানি না কেন এত কষ্ট পেয়েছ তুমি?’ সুর ও সংগীত করেছেন প্রয়াত রককিংবদন্তি আইয়ুব বাচ্চু।

চিলেকোঠায় এক দুপুরে

গীতিকবি লতিফুল ইসলাম শিবলীর লেখায় গানটি গেয়েছিলেন জুয়েল। এটিও ছিল ‘এক বিকেলে’ অ্যালবামে। সুর-সংগীত করেছিলেন আইয়ুব বাচ্চু। অ্যালবামটি বাজারে এসেছিল এমএআরএস মিউজিকের ব্যানারে।

ওগো চন্দ্রদ্বীপের মেয়ে

জুয়েলের ‘এক বিকেলে’র প্রায় সব গানই জয় করে নিয়েছিল শ্রোতাদের হৃদয়। এই গানটিও সেই অ্যালবামের। এর কথা লিখেছেন প্রয়াত গীতিকার-জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী। অন্য গানগুলোর মতো এর সুর-সংগীতও করেন এলআরবি’র দলনেতা কিংবদন্তি গায়ক-গিটারিস্ট আইয়ুব বাচ্চু।

কোথায় রাখ আমাকে

প্রথম অ্যালবাম ‘কুয়াশা প্রহর’- এ জুয়েলের এই গানটি বেশ শ্রোতানন্দিত হয়েছিল। এর কথা লিখেছেন আইয়ুব বাচ্চু। সুর-সংগীতও করেছিলেন তিনিই। গানের কথাগুলো এমন- ‘কোথায় রাখ আমাকে তুমি বল না/ দৃষ্টি না হৃদয়ে আমি জানি না/ কোথায় আছি আমি তা জানি না/ তোমার সুখে না দুখে তুমি বল না?’

ফিরতি পথে

২০০৩ সালে প্রকাশিত হয় জুয়েলের অষ্টম অ্যালবাম ‘ফিরতি পথে’। একই শিরোনামের গানটি পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। মূলত কথা আর গায়কীতে শ্রোতাদের বুঁদ করেছিলেন গায়ক। গানটি লিখেছেন গীতিকবি জুলফিকার রাসেল।

জানি না মনে রাখ কিনা

জুয়েলের জনপ্রিয় গানগুলোর মধ্যে এটি দারুণ সাড়া ফেলে শ্রোতামহলে। ‘জানি না মনে রাখ কিনা’ গানটি প্রকাশ হয় ২০০৯ সালে, ‘দরজা খোলা বাড়ি’ অ্যালবামে। লেজার ভিশনের ব্যানারে গানটির কথা-সুর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর।

এ ছাড়াও জুয়েলের কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছিল ‘অনন্যা’, ‘সারা শহর উড়ছে খবর’, ‘যত দূরে যাই’, ‘ফেরারি আমি’, ‘তুমি নেই’, ‘দুপুরবেলা নতুন চিঠি’, ‘ফুলগুলো তোমারই থাক’, ’চোখের ভেতর স্বপ্ন থাকে’ ইত্যাদি গানগুলো।