শাহরুখ-পুত্র আরিয়ানের বিপুল অর্থের উৎস কোথায়

বিনোদন ডেস্ক
৩০ জুলাই ২০২৪, ১০:১৮
শেয়ার :
শাহরুখ-পুত্র আরিয়ানের বিপুল অর্থের উৎস কোথায়

একটা সময় দক্ষিণ দিল্লিতে যে ভবনে বাবা ও মা থাকতেন, সেই একই বিল্ডিংয়ে ৩৭ কোটি টাকায় দুটি ফ্লোর কিনেছেন শাহরুখ-গৌরি দম্পতির ছেলে আরিয়ান খান। কিন্তু এ বিপুল অংকের টাকার উৎস কোথা থেকে এলো? অনেকের মনেই এমন প্রশ্ন জেগেছে।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, আরিয়ান দিল্লির পঞ্চশীল পার্কে সম্পত্তিটি কিনেছেন, সেখানে নিচতলা ও বেজমেন্টের মালিক স্বয়ং শাহরুখ খান। এই ভবনেই শাহরুখ ও গৌরী তাদের জীবনের প্রথম দিকে থাকতেন। বর্তমানে গৌরী নিজেই এ ভবনটি ডিজাইন করছেন।

তবে ভাই আরিয়ানের আগেই বোন সুহানাা খান গত বছরের জানুয়ারিতে মহারাষ্ট্রের উপকূলবর্তী শহর আলীবাগে প্রায় ১৩ কোটি রুপিতে কৃষিজমি কিনেছিলেন। চলতি বছর ফেব্রুয়ারিতে মুম্বাইয়ের কাছে আরও একটি সম্পত্তি অধিগ্রহণ করেছিলেন তিনি। সৈকতমুখী এই সম্পত্তির জন্য তার ১০ কোটি রুপির বেশি খরচ করতে হয়েছিল।

শাহরুখের দুই সন্তান সুহানা ও আরিয়ান। দুই ভাই বোনের এতো টাকার উৎস কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করেছেন তারা। এ ব্যবসাকে নাকি বেশ সফলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা। বেশ লাভজনক উপার্জনও হচ্ছে বলে জানা যায়।

জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সুহানা। বর্তমানে পরবর্তী ছবি সুজয় ঘোষের ‘দ্য কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এ ছবিতে বাবা শাহরুখ খানের সঙ্গে মেয়ে সুহানা খান অভিনয় করবেন। এদিকে ওয়েব শো ‘স্টারডম’-এর পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে আরিয়ান খানের।