ইমোজির রঙ হলুদ কেন হয়?

অনলাইন ডেস্ক
২৯ জুলাই ২০২৪, ১৪:৩১
শেয়ার :
ইমোজির রঙ হলুদ কেন হয়?

বর্তমানে নেট জেনারেশন বা নেটিজেনদের কাছে ইমোজি একটি খুবই পরিচিত বিষয়। যারা স্মার্টফোনে মেসেজিং বা চ্যাটিং করতে বেশি পছন্দ করেন তাদের কাছে এ ইমোজি অত্যন্ত প্রিয়।

প্রতিটি মানুষ তাদের মনের ভাব প্রকাশ করতে ইমোজি ব্যবহার করে থাকেন। একটি ইমোজি অনেকগুলো শব্দের চেয়েও শক্তিশালী। এক বাক্যে বলতে গেলে, ইমোজি দেখেই মনের ভাব বোঝা যায়।

তবে একটি প্রশ্ন সবার মাথাতেই ঘুড়পাক খায়। ত হলো, ইমোজির রং কেন হলুদ? চলুন, জেনে নেওয়া যাক হলুদ রঙের ইমোজি ব্যবহারের কারণ কী।

যদিও ইমোজির রঙ নিয়ে এখন পর্যন্ত কোনও সুনির্দিষ্ট গবেষণা করা হয়নি। তবে অনেকে মনে করেন, হলুদ রং মানসিক শান্তির প্রতিনিধিত্ব করে এবং এটিই একমাত্র রং, যা আমাদের চোখে স্পষ্টভাবে দেখা যায়।

সুইফ্ট মিডিয়া ইমোজি নিয়ে একটি গবেষণা চালায়। গবেষণায় বলা হয়, ইমোজির রংটি ত্বকের রঙের মতো করা হয়েছে। কারণ, বেশিরভাগ ইমোজি'ই মানুষের মনের আবেগ প্রকাশ করে। তাই হাস্যোজ্জ্বল এবং হাসিখুশি মুখ হলুদ মুখের ছবি দেওয়া হয়েছে। স্টিকার এবং বেলুনের আইকনের রঙটাও হলুদ, যা সুখের প্রতীক।

ইমোজির রঙ হলুদ হওয়ার প্রসঙ্গে দুবাইয়ের মনোবিজ্ঞানী ডা. সালিহা আফ্রিদি বলেছেন, যখনই আমরা আমাদের ভাষার মাধ্যমে আমাদের আবেগগুলো দেখাতে অক্ষম হই, তখন আমরা ইমোজির মাধ্যমে তা প্রকাশ করার চেষ্টা করি, আমাদের ত্বকের রঙ হলুদ হওয়ায় এই ইমোজিগুলো আমাদের আবেগকে আরও ভালোভাবে প্রকাশ করে।

এবার কিছু নতুন তথ্য জানাচ্ছি, ১৭ জুলাই কিন্তু ইমোজি দিবস। এবং বর্তমানে আমরা যে ছোট্ট মুখের ইমোজি ব্যবহার করি, তা ১৯৯৯ সালে তৈরি করেছেন জাপানি শিল্পী শিগেতাকা কুরিতা। তবে প্রথম ইমোজি বা ইমোটিকন ব্যবহার করেছিল দ্য নিউ ইয়র্ক টাইমস। যখন তারা রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের ভাষণের একটি প্রতিলিপিকৃত অনুলিপি ভুল প্রিন্ট করে।

এরপর ১৮৮১ সালের ৩০ মার্চ ইমোটিকনগুলোর প্রথম ইচ্ছাকৃত ব্যবহার করে আমেরিকান ব্যঙ্গাত্মক ম্যাগাজিন পাক। ২০১০ সালে বিড়ালের মুখের মতো নতুন একটি ইমোজি যুক্ত করা হয়। এরপর ২০১৪ সালে ইমোজির তালিকায় ১৯৮ দেশের পতাকা যুক্ত হয়। অক্সফোর্ড ডিকশনারির ২০১৫ সালের ওয়ার্ড অব দ্য ইয়ার ছিল ইমোজি।

অনেক ইমোজি রয়েছে, যা মানুষ প্রতিদিন নিয়মিত ব্যবহার করে থাকেন। কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে প্রিয় ইমোজি কোনটি? তবে আসুন, জেনে নেওয়া যাক- আনন্দের কান্নার সঙ্গে হাসির ইমোজিটি বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ইমোজি। এরপর হার্ট ইমোজি দ্বিতীয় এবং হার্ট-আই ইমোজি পেয়েছে তৃতীয় স্থান।