যে কারণে তিনবার ‘মাইলস’ ছেড়েছিলেন শাফিন আহমেদ

বিনোদন প্রতিবেদক
২৫ জুলাই ২০২৪, ১৩:২৬
শেয়ার :
যে কারণে তিনবার ‘মাইলস’ ছেড়েছিলেন শাফিন আহমেদ

দেশের জনপ্রিয় ব্যান্ডদল মাইলসের অন্যতম প্রতিষ্ঠাতা শাফিন আহমেদ আর নেই। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্টারা হাসপাতালে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ব্যান্ড তারকা। শাফিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার বড় ভাই হামিন আহমেদ।

তিনি জানান, শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। এরপর ভার্জিনিয়ার একটি হাসপাতালে গেল দু’দিন লাইফ সাপোর্টে ছিলেন। সেখান থেকে আর ফেরানো গেলো না।

এদিকে, ১৯৭৯ সালে মাইলস প্রতিষ্ঠা হয়। এরপর দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি সময় ধরে ব্যান্ডটি শ্রোতাদের উপহার দিয়েছে বিভিন্ন জনপ্রিয় গান। হামিন আহমেদ, শাফিন আহমেদ, মানাম আহমেদ ছিলেন এই ব্যান্ডের প্রাণ।

মাইলসের ৯০ শতাংশ গান শাফিন আহমেদের কণ্ঠে সৃষ্টি হয়েছে। কণ্ঠের পাশাপাশি শাফিন ব্যান্ডটির বেজ গিটারও বাজাতেন। তবে আভ্যন্তরীণ দ্বন্দ্বে গেল কয়েক বছর ধরেই ভাঙন ধরে এই ব্যান্ডটিতে। যে কারণে তিনবার মাইলস ছেড়ে বের হয়ে যান শাফিন আহমেদ।

সবশেষ ২০২১ সালের ২৭ নভেম্বরে এক ভিডিওবার্তায় শাফিন আহমেদ জানান, তিনি মাইলস থেকে আলাদা হয়ে গেছেন। ব্যান্ডটি ছাড়লেও সংগীতের সঙ্গেই আছেন শাফিন। তার কথায়, ‘সংগীত জগতে আমার পথচলা খুব স্বাভাবিক এবং আগের মতোই থাকবে। আমাকে স্টেজে পাওয়া যাবে, আমাকে রেকর্ডিংয়েও পাওয়া যাবে।’

সেই ভিডিওবার্তায় শাফিন আহমেদ আরও বলেছিলেন, ‘মাইলসের সঙ্গে আমার পথচলা সেই ১৯৭৯ সাল থেকে। বহু বছর পার হয়ে গেছে। অনেক বছর সময় দিয়েছি, শ্রম দিয়েছি এবং অনেক ক্রিয়েটিভ কাজ হয়েছে। মাইলসের যে অবস্থান আজকে সেটার পিছনে আমার কতটুকু অবদান, সেটা আপনাদের অনেকেই জানেন। তবে একটা সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি সম্প্রতি। সেটা হচ্ছে, এ বছরের শুরুতে আমি সিদ্ধান নেই, মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে আমার পক্ষে মিউজিকের কোন কার্যক্রম করা সম্ভব হচ্ছে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই লাইনআপের সঙ্গে মিউজিক করা থেকে বিরত থাকব।’

নিজের একটা প্রত্যাশা কথা জানিয়ে শাফিন আহমেদ বলেছিলেন, ‘মাইলস নামটার যেন কোনো অপব্যবহার না হয়। মাইলসকে নিয়ে আমরা চল্লিশ বছর উদযাপন করেছি খুব গৌরবজ্জ্বলভাবে। আমরা যদি একসঙ্গে কাজ না করতে পারি তাহলে মাইলসের যে কার্যক্রম তা এখনই স্থগিত করা উচিত। এবং এটাই আমি মনে করি বেস্ট ডিসিশান। সুতরাং আমার প্রত্যাশা থাকবে, অন্য কেউ যেন মাইলস নামটার অপব্যবহার না করে।’

এর আগে, ২০১৭ সালে অক্টোবরেও একবার ব্যান্ডটি ছাড়ার কয়েকমাস পর দ্বন্দ্ব ভুলে ফের ব্যান্ডে ফিরেছিলেন তিনি। ২০১০ সালের শুরুর দিকেও একবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড থেকে সরে দাঁড়ানোর শাফিন। যদিও কয়েকমাস পর আবার তার ফেরা হয় ব্যান্ডে।

উল্লেখ্য, শাফিন আহমেদ ছাড়া মাইলস ব্যান্ডের লাইনআপে আছেন- হামিন আহমেদ (ভোকাল ও গিটার), মানাম আহমেদ (ভোকাল ও কি-বোর্ড), ইকবাল আসিফ জুয়েল (ভোকাল ও গিটার), সৈয়দ জিয়াউর রহমান তূর্য (ড্রামস)। 

মাইলস’র প্রথম বাংলা গানের অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ প্রকাশ হয় ১৯৯১ সালে। তার আগে প্রকাশিত হয় দু’টি ইংরেজি গানের অ্যালবাম ‘মাইলস’ ও ‘এ স্টেপ ফারদার’। মাইলসের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘ধ্বিকি ধ্বিকি’, ‘সে কোন দরদীয়া’, ‘ফিরিয়ে দাও’, ‘স্বপ্নভঙ্গ’, ‘পাহাড়ী মেয়ে’, ‘প্রথম প্রেমের মতো’, ‘নিরবে কিছুক্ষণ’, ‘হ্যালো ঢাকা’, ‘তুমি নাই’, ‘প্রতীক্ষা’, ‘হৃদয়হীনা’, ‘প্রিয়তমা মেঘ’ ও ‘নীলা’সহ প্রমুখ।