পদ্মা নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর
রাজবাড়ীর কালুখালী পদ্মা নদীতে গোসল করতে গিয়ে অঞ্জনা (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হারুয়া গ্রামের উজ্জল শেখের মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কালুখালী উপজেলার পদ্মা নদীর হিরু মোল্লার ঘাটে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, পদ্মা নদীর হিরু মোল্লার ঘাটে বিকেলে গোসল করতে নেমে ডুবে যায় অঞ্জনা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। স্থানীয়রা লাশটি উদ্ধার করলে এরই মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি এসে তাকে দ্রুত কালুখালী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের ইনচার্জ বাকী বিল্লাহ বলেন, দ্রুত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।