ঢাবি ও জাবি শিক্ষার্থীদের জন্য ‘বিশেষ ঘোষণা’ দিলেন অভিনেত্রী চমক
দেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলছে অস্থিরতা। শিক্ষার্থী, ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে চলছে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা অনেকেই থাকার কোনো জায়গা পাচ্ছেন না। সে জন্য ঢাবি এবং জাবির ৩০ জন শিক্ষার্থীকে থাকা, খাওয়া ও চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
আজ বুধবার রাতে ফেসবুকের এক স্ট্যাটাসে চমক লিখেন, ঢাবি আর জাবির যে সকল মেয়ে শিক্ষার্থীরা আজ রাতে হল ছেড়ে দিয়ে আবাসন সমস্যায় ভুগছো, তাদের মধ্যে ৩০ জনের মতো বোনদের আমি থাকার ব্যবস্থা করতে পারবো। আমি দুঃখিত এর থেকে বেশি আমি একজন মেয়ে হয়ে এখন করতে পারছি না।
তিনি লিখেন, আমার ছোট ভাইও তোমাদের সাথে এই আন্দোলনে সক্রিয় আছে। তুমি বা তোমার পরিচিত কোনো শিক্ষার্থী বোন যদি আজ রাতে কোথাও থাকতে অনিরাপদ মনে করে থাকো, যোগাযোগ করো এই Rukaiya Jahan Chamak ইনবক্সে!
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
রুকাইয়া জাহান চমকের ফেসবুক স্ট্যাটাস
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
চমকের আবাসনে থাকতে হলে অবশ্যই স্টুডেন্ট ফটো আইডি দেখাতে হবে বলে জানান তিনি। সেইসঙ্গে খাবার ও চিকিৎসা সেবাও দেওয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য হিসেবে চমক আরও লিখেন, আমি এই আবাসন ব্যবস্থা আজ এবং আগামী দুই রাতের জন্য করতে পারবো, আশা করি এর মধ্যেই তোমাদের আন্দোলন সফল হবে! যদি পরবর্তীতে আরো কঠিন পরিস্থিতি আসে, তাহলে সবাই একসাথেই সমাধান করবো ইনশাহআল্লাহ।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট