ঢাবি ছাত্রলীগ নেতার রুমে মিলল পিস্তল
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মাস্টার দা সূর্যসেন হল শাখার সাংগঠনিক সম্পাদক শামিমুল ইসলামের কক্ষ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে হলের ৪৪০ নম্বর কক্ষ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের জেরে হলগুলো দখলে নেয় সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা হলের ছাত্রলীগের নেতাকর্মীর কক্ষে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে ৪৪০ নম্বর কক্ষ থেকে পিস্তলটি উদ্ধার করেন তারা।
শামিমুল ইসলাম এই কক্ষেই থাকতেন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
পিস্তলটি আপাতত হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়ার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।