এসসিবি পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
১৬ জুলাই ২০২৪, ২০:০২
শেয়ার :
এসসিবি পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি) এর ২০২৪ ও ২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৪টায় কাউন্সিলের ধানমন্ডিস্থ নিজস্ব অফিসের সম্মেলন কক্ষে চেয়ারম্যান মো রেজাউল করিম এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী এবং হিসাব বিবরণী অনুমোদন করা হয়। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় এবং বাংলাদেশ কানেক্টিভিটি প্রজেক্ট-১ এর আওতায় ভেন্ডর প্রতিষ্ঠান Webb Fontaine এবং শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে সার্টিফিকেট/লাইসেন্স/পারমিট ইত্যাদি বিষয়ে “বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো সিস্টেম” সর্ম্পকে দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা আয়োজনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহ্সান এবং পরিচালকবৃন্দ- আরজু রহমান ভুঁইয়া; সৈয়দ মো. বখতিয়ার; মো: নুরুচ্ছাফা বাবু; জিয়াউল ইসলাম; আতাউর রহমান খান ও কে, এম, আরিফুজ্জামান পর্ষদ সভায় যোগদান করেন।