রাজধানীতে শুরু হচ্ছে রোসা থার্ড কিচেন, বাথ অ্যান্ড লিভিং এক্সপো
রাজধানীতে ‘রোসা তৃতীয় কিচেন, বাথ অ্যান্ড লিভিং এক্সপো’ শুরু হচ্ছে আগামী ১৮ জুলাই। আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় হবে তিনদিনব্যপী এ আয়োজন। যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশসহ আটটি দেশের ৭০টি ব্র্যান্ড একই ছাদের নিচে অংশ নেবে তিন দিনব্যাপী এ মেলায়।
সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশের পরিচালক মার্কেটিং নাসিমুর রহমান।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৮ জুলাই মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে সবার জন্য। প্রস্তুতকারক, রপ্তানিকারক এবং সরবরাহকারীরা তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাচ্ছেন এ মেলায়। সেই সঙ্গে থাকবে স্পট অর্ডারের সুযোগ।
আকিজবশির গ্রুপের হেড অব মার্কেটিং শাহরিয়ার জামান বলেন, ‘দেশে অভ্যন্তরীণ পণ্যের বাজারের আকার বার্ষিক প্রায় ২৫ হাজার কোটি টাকা, যার একটি উল্লেখযোগ্য অংশ রান্নাঘর, গোসল এবং থাকার জিনিসপত্র রয়েছে।
প্রতি বছর চাহিদা বাড়ছে এবং ২০২৭ সালের মধ্যে বাজার ৪০ হাজার কোটি টাকায় পৌঁছাবে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে স্থানীয় কোম্পানিগুলি বর্তমানে দেশের অভ্যন্তরীণ পণ্যের প্রায় ৫০ শতাংশ চাহিদা পূরণ করে এবং ২০২৮ সালের মধ্যে এটি ৮০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করছেন।
এ সময় আরও ছিলেন– টাইটেল স্পন্সর রোসার ব্র্যান্ড লিড গোলাম রাব্বানী, প্লাটিনাম স্পন্সর জাকুয়ার গ্রুপের কান্ট্রি হেড মোহাম্মাদ তানভীর রহমান প্রমুখ।
মেলা সম্পর্কে আকিজ বশির গ্রুপের ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘আকিজ বশির গ্রুপ সবসময়ই আধুনিক গৃহ নির্মাণ এবং জীবনধারার নতুন উদ্যোগের যেকোন আয়োজনের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকায় থাকে। এরই ধারাবাহিকতায় আমরা ‘রোসা-থার্ড কেবিএল এক্সপো ২০২৪’-এ টাইটেল স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছি।’
তিনি বলেন, ‘এটা নিঃসন্দেহে আনন্দের বিষয়। এবারের এক্সপোতে আমরা কিছু অত্যাধুনিক বাথওয়্যার এবং সমাধান নিয়ে আসছি, যা গ্রাহকদের স্বপ্নের বাড়ি তৈরির আকাঙ্ক্ষা পূরণে সহায়ক হবে।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক মান ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে উৎপাদিত নান্দনিক ডিজাইনের রোসা বাথওয়্যার ও স্যানিটারিওয়্যার পণ্যের প্রদর্শনী থাকছে আকিজ বশির গ্রুপের প্রিমিয়ার প্যাভিলিয়নে। সঙ্গে আরও থাকছে আকিজ বোর্ড, আকিজ সিরামিকস, আকিজ ডোর ও আকিজ টেবিলওয়্যারের নিত্যনতুন পণ্যের প্রদর্শনী। পণ্য প্রদর্শনীর পাশাপাশি এতে থাকছে স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন, ওয়ার্কশপ, বায়ার-সেলার মিটিং, ইনোভেশন এক্সচেঞ্জ ও জব সার্চ।’