সন্ত্রাসী ও চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় শ্রমিকলীগের কার্যালয় ভাঙচুর
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শ্রমিকলীগের কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে উপজেলার কাঁচপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ ব্যাপারে কাঁচপুর শিল্প অঞ্চল জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুল মান্নান মিয়া ৫ জনের নাম উল্লেখসহ আরও ৮-১০ জনকে আসামি করে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে শ্রমিকলীগ নেতা আব্দুল মান্নান বলেন, কাঁচপুর পূর্ব বেহাকৈর এলাকার মো. জিয়াউর রহমান জিয়া ও তার বোন জহুরা বেগমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাদের এ সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় মো. জিয়াউর রহমান জিয়া (৩৬) ও তার বোন জহুরা বেগমের (৪০) নেতৃত্বে বাবুল (৪৫), রানা (৩০) নূর মোহাম্মদসহ (৪৫) অজ্ঞাত ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে কাঁচপুর শিল্প অঞ্চল জাতীয় শ্রমিকলীগের কার্যালয়ে হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে না পেয়ে কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্রসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি ভাঙচুর করে।
এ অভিযোগের বিষয়ে কথা বলতে অভিযুক্ত জিয়াউর রহমান জিয়া ও তার বোন জহুরা বেগমের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলে তা বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, ‘একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’