ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যু
রাজধানীর ডেমরার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দুলাল (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে ডেমরার আমুলিয়া এলাকার একটি কয়েল বানানো কারখানায় এ ঘটনা ঘটে।
মো. দুলালের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার রামগতি উপজেলায়। তিনি আমুলিয়া মডেল টাউন এলাকার ওই কারখানায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সহকর্মীরা মো. দুলালকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার