জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। একই দাবিতে গতকাল গতকাল ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
হরতাল-অবরোধে শীতের পোশাক ব্যবসায় মন্দা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ক্যাম্পাসে সকাল থেকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা ব্যানার নিয়ে মিছিল করে অবস্থান নেন ঢাকার মহাসড়কের ডেইরি গেটে।
কোটা প্রথা বাতিল সহ ২০১৮ সালে ঘোষিত পরিপত্র বহালের দাবি মেরে নানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।