টিচিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ফেরদৌসী

সংবাদ বিজ্ঞপ্তি
০৩ জুলাই ২০২৪, ১৬:৩৯
শেয়ার :
টিচিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ফেরদৌসী

টিচিং এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারপার্সন ড. ফারহানা ফেরদৌসী। ‘অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামস’ (এসিবিএসপি) থেকে এই সম্মানজনক অ্যাওয়ার্ড পান তিনি।

এসিবিএসপি থেকে দেওয়া এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি ব্যবসায় প্রশাসন শিক্ষাক্ষেত্রে অসামান্য দক্ষতা ও অবদান রাখা শিক্ষাবিদদের প্রদান করা হয়। গত ২৭-২৯ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত এসিবিএসপি’র বার্ষিক সভায় অধ্যাপক ফেরদৌসীকে এই পুরস্কারটি প্রদান করা হয়। পাশাপাশি ড. ফেরদৌসীকে এসিবিএসপি’র (রিজিয়ন ১০)-এর কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়েছে। (রিজিয়ন ১০)-এ বাংলাদেশসহ এশিয়া মহাদেশের ১৬টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে ড. ফেরদৌসীর এই সম্মাননা প্রাপ্তি তার শিক্ষা ও গবেষণার প্রতি অবিচল নিষ্ঠা এবং শিক্ষার্থীদের প্রতি গভীর কর্তব্যবোধের প্রতিফলন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীদের জন্য এটি একটি গর্বের মুহূর্ত এবং তার সাফল্য সকলের জন্য একটি প্রেরণা। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় অধ্যাপক ফেরদৌসীকে এই অসামান্য অর্জনের জন্য আন্তরিক অভিবাদন এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য শুভকামনা জানায়।