জন্মদিনে কুকুরের খাওয়া কেক কাটলেন জয়া আহসান!

অনলাইন ডেস্ক
০৩ জুলাই ২০২৪, ১৬:২৮
শেয়ার :
জন্মদিনে কুকুরের খাওয়া কেক কাটলেন জয়া আহসান!

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন ছিল গেল সোমবার (১ জুলাই)। বিশেষ এদিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। ঘরোয়া আয়োজনে কেটেছেন কেকও। পরিবারের সদস্যদের পাশাপাশি এ সময় অভিনেত্রীর পাশে ছিল তার পোষ্য কুকুরগুলো। আর সেই মুহূর্তের কিছু ছবি ও একটি ভিডিও জয়া শেয়ার করেছেন তার ফেসবুকে।

ভিডিওতে দেখা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে কেক কাটার সময় একটি পোষ্য কুকুর সেই কেক খেয়ে ফেলেছে। তবুও সেই কেক কেটে জন্মদিন পালন করেছেন এই অভিনেত্রী। এ নিয়ে নেটিজেনরা করছে আলোচনা-সমালোচনাও।

ভিডিওর কমেন্ট বক্সে রুসা তাসনুভা নামে একজন লিখেছেন, ‘প্রাণী প্রেম ধারণকারীরা নিঃসন্দেহে পৃথিবীর সম্পদ। কিন্তু পোষ্য প্রাণী জিহ্বা দিয়ে খাবার চাটবে দেখেই কেমন যেনো লাগলো।’

অন্য একজন লিখেছেন, ‘আমি বুঝতে পারছি না কার জন্মদিন জয়ার নাকি কুকুরগুলোর! এই কেক সবাই খাবে?’

এদিকে ছবি ও ভিডিও শেয়ার করে জয়া লিখেছেন, ‘আমার জন্মদিনটি যে আমার আর নেই, এত এত এত ভালোবাসা, এত বেশি শুভেচ্ছা পেয়ে সেটাই বারবার মনে হচ্ছে। এই ছোট্ট জীবনে এত মানুষ আমাকে ভালবেসেছেন এই ব্যাপারটা একজন শিল্পী হিসাবে আমার কাছে অনেক বড় শান্তির, অনেক বড় পাওয়া।’

তিনি আরও লিখেছেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন, প্রত্যেক বছর এই দিনটিতে আপনারা আমাকে মনে করিয়ে দেন জীবন কতটা সুন্দর, আমি কতটা ভাগ্যবান এবং এই জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতার থেকেও অনেক বেশি ভালোবাসা নেবেন সবাই, প্লিজ।’