আইইউবিতে ‘ইনোভেশন অ্যান্ড স্টার্টআপ’ প্রতিযোগিতা
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) ‘ইনোভেশন অ্যান্ড স্টার্টআপ শোকেস’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী ও উদীয়মান উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং তাদের উদ্ভাবনী ধারণাগুলোকে সবার সামনে তুলে ধরতে গত ২৬ জুন এ আয়োজন করা হয়। আয়োজনে ছিল আইইউবির ইন্ডাস্ট্রিয়াল ইমারশন প্রোগ্রাম (আইআইপি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা ও শিল্পখাতের মাঝে দূরত্ব কমানো; আইইউবির বিভিন্ন বিভাগের উদীয়মান উদ্যোক্তা এবং তাদের স্টার্টআপগুলোকে শিল্পখাতের সাথে সংযুক্ত করা এবং বিশ্ববিদ্যালয়ের কো-অপ প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে আইআইপি। দ্বিতীয়বারের মতো আয়োজিত বার্ষিক এই প্রতিযোগিতার এবারের আসরে অংশ নেয় আইইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
জুরি বোর্ডে ছিলেন- এডিএন গ্রুপের চেয়ারম্যান জনাব আসিফ মাহমুদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং-এর প্রেসিডেন্ট ও ডিজিকন টেকনোলজিস-এর সহ-প্রতিষ্ঠাতা ওয়াহিদ শরিফ, চালডালের সহ-প্রতিষ্ঠাতা ও সিওও জনাব জিয়া আশরাফ এবং ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান ড. হাসান ইমামসহ বেশ কয়েকজন স্বনামধন্য উদ্যোক্তা এবং সিএসই বিভাগের ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইজরি প্যানেলের সদস্যবৃন্দ। তারা শিক্ষার্থীদের প্রকল্পগুলো পরিদর্শন করেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক তানভীর হাসান, পিএইচডি; উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি; কোষাধ্যক্ষ খন্দকার মো. ইফতেখার হায়দার এবং শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
উপাচার্য অধ্যাপক তানভীর হাসান বলেন, আইইউবির ইন্ডাস্ট্রিয়াল ইমারশন প্রোগ্রাম (আইআইপি) একটি অনন্য উদ্যোগ। এর উদ্দেশ্য শিক্ষা ও শিল্পখাতের মাঝে দূরত্ব কমানো। ক্যারিয়ারে সফল হতে হলে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থাতেই শিল্পখাতে কাজ করার অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। আইআইপি সেই কাজটিই করছে। আমরা আশা করি যে, ভবিষ্যতে আইইউবির অন্যান্য বিভাগগুলোও এর সঙ্গে যুক্ত হবে। এর মাধ্যমে আইইউবিতে আমরা উদ্ভাবন এবং উদ্যোগের মাঝে একটি সেতুবন্ধন তৈরি করতে পারবো।
আইআইপির পরিচালক এবং সিএসই বিভাগের শিক্ষক সাবরিনা আলম এই উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ায় স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এর ডীন এবং সিএসই বিভাগের প্রধানকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ভবিষ্যতে ক্রমান্বয়ে আইইউবির অন্যান্য স্কুল এবং বিভাগকে নিয়েও এ ধরণের প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে আইআইপির।