বিএনপি নেতাদের কাজ শুধু সরকারের উকুন বাছা: নানক
বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘শুনেছি বিএনপি নেতা ফখরুল ইসলাম নাকি বস্তা ভরে সাহায্য করেছেন। কারা পেয়েছেন এই সহায়তা, কেউ পায়নি। তারা শুধু মিথ্যা কথা বলে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশকে ধ্বংস করতে চায় তারা। কাজ কোনো নেই, তাদের কাজ শুধু সরকারের উকুন বাছা।’
আজ মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আপনরা যারা বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্যই আমরা এসেছি। আপনাদের ঘর-বাড়ি যে ক্ষতি হয়েছে তার জন্য সর্বোচ্চ সহযোগীতা করা হবে। যত বান্ডিল টিন লাগে দেওয়া হবে। এর সঙ্গে আর্থিক সহায়তাও দেওয়া হবে।’
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি করের পরিচালনায় বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ ডন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বকত পলিন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন প্রমুখ।