ঝটপট যেভাবে বানাবেন ইতালিয়ান বিফ স্টেক (ভিডিও)
উৎসব মানেই বিশেষ আয়োজন- কথাটি যেন বাঙালির মনে গেঁথে আছে শক্তপোক্ত ভাবে। যার প্রমাণও মেলে প্রতিটি উৎসব ঘিরে। আর উৎসবে পছন্দের খাবারের অনুপস্থিতি যেন ফিকে হয়ে যায় সবকিছু! ভোজনরসিক বাঙালি সব সময়ই ভিন্ন স্বাদের খাবার গ্রহণ করতে মরিয়া হয়ে থাকে। দেশীয় খাবারের পাশাপাশি ভিনদেশি খাবার আকৃষ্ট করে সবাইকে।
বিশেষ করে ইতালীয় খাবারের স্বাদ এতটাই চমৎকার যে সব অঞ্চলের মানুষজনই তা খুব পছন্দ করে থাকে। আর সেই ইতালীয় খাবারের রেসিপি থাকছে দৈনিক আমাদের সময়’র বিশেষ আয়োজনে। সানবিট ডিশ ওয়াশের সৌজন্যে ইতালিয়ান বিফ স্টেক রেসেপি তুলে ধরেছেন হোটেল ওয়েস্টিন’র শেফ মো. আরাফাত রহমান। তুহিনূর সুলতানার উপস্থাপনায় পুরো আয়োজনটি হয় রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিন’র রান্নাঘরে।
আরও পড়ুন:
শীতে গর্ভবতী মায়েদের যত্ন
দৈনিক আমাদের সময়’র পাঠকদের জন্য আয়োজনের পুরো ভিডিওটি তুলে ধরা হলো-
আরও পড়ুন:
জরায়ুমুখ ক্যানসারের লক্ষণগুলো জেনে রাখুন